ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৭০৫

পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বাজার নিম্নমুখী 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:২৩ ৫ জুন ২০২১  

এক মাস চারদিন পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ফলে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। মাত্র একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫-১৮ টাকা। 
 আমদানিকারকরা জানিয়েছেন, আমদানি বাড়লে পেঁয়াজের দাম কেজিপ্রতি ২০-২৫ টাকায় নেমে আসবে 

 

বৃহস্পতিবার বিকালে ভারত থেকে চারটি ট্রাকে ৯৫ টন পেঁয়াজ আমদানি হয়। হিলি স্থলবন্দরের মেসার্স রাইয়ান ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করে। আমদানীকৃত পেঁয়াজ ৩২-৩৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

 

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা শেরেগুল ইসলাম জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দাম কমতে শুরু করেছে। দুদিন আগেও দেশী পেঁয়াজ ৬০ টাকায় কিনেছি, এখন তা কমে ৪৩-৪৪ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ ৪৮ টাকায় বিক্রি হয়েছিল। এ পেঁয়াজ এখন ৩৬ টাকায় বিক্রি হচ্ছে।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর